Posts

উপন্যাস

নীলান্জনার ফিরে আসা (Premium)

August 1, 2025

Omol Sarkar

0
sold
নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
তেত্রিশ পর্ব

মিনু সন্ধ্যায় মেলা থেকে ফেরে। এক গাঁদা
জিনিস পাতি হাতে দেকে হিমাদ্রি জিজ্ঞেস করে
-- মোলায় গেছিলি?
-- হ দাদা। মেলায় কতো কিছু যে উঠেছে। একটা একটা করে বেড় করে হিমাদ্রি হাত দিয়ে দেখতে থাকে। হিমাদ্রি ভাবে এতো টাকা ও পেলো কোথায়? অনেক কিচু।জিজ্ঞেস করে
-- মিনু?
-- হ্যাঁ দাদা কিছু বলবি?
-- তুই এতো কিছু কিনে আনলি। টাকা কার কাছ থেকে নিয়েছিস? মা দিয়েছে? কাছেই মা দেবিকা দাঁড়ানো ছিলো সে বলে
-- না, আনার কাছ থেকে তো নেয় নাই। ঘরে ছিলো বাবা সেও বারান্দায় এসে দেখে মেয়ে অসংখ্য জিনিসপত্র কিনে এনেছে। টাকা তো তার কাছ থেকেও নেয়নি। হিমাদ্রি আবার জিজ্ঞেস করে
-- কিরে বললি না এতো টাকা কোথায় পেলি?
--টাকা? টাকা তো নয় দাদা। টাকা পাইনি এই জিনিস গুলো পেয়েছি। মা বাবা দুই জন ই একটা ভাবানার ভেতরে ও তো টাকা পয়সা রাখেনা। হঠাৎ এতো কিছু? তাই সন্দেহর তীর টা মিনুর দিকে। মিনু বললো।
-- এগুলো কি ভাবে আনলাম সেটাই তো তোমরা শুনতে চাচ্ছো শোন বলছি। মেলায় একটি দোকানে এগুলো কিনছি। একটি মেয়ে এলো সেও কিনছে। আমার পরিচয় শুনে সব কিছুর দাম ও দিয়ে দিলো।
-- ওই মেয়ের নাম শুনেছিস?
-- নীলান্জনা।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 4 months ago

    একটি মিষ্টি প্রেমের উপন্যাস