নাইমা নিজে আয়নার সামনে দাঁড়িয়ে ঘুরে ঘুরে অঙ্গভঙ্গি করে নিজেকে দেখে। গালে হাত দিয়ে নাঁকের কাছে গন্ধ শুকে দেখে মনে মনে ভাবে শাওন যে কালকে তাকে ধরে এনেছিলো? আঃ ভাবতেই হৃদয়ে শিহরণ জাগে। শাওন কোথায় কোথায় হাত দিতে পারে? আমার পেটের কাছে ধরে গাড়িতে উঠিয়েছিলো। নাইমা পেটের মাংসের কাছে হাত দিয়ে অনুভব করে এখানে শাওন হাত দিয়েছে মনে হয়। পুলকিত বোধ করে। সাইমা সাজুগুজু করছিল নাইমার এসব দেখে কৌতুহল হয়। জিজ্ঞেস করে
-- বড়পা, কি হয়েছে তোর? অমন করছিস কেন?
নাইমা দেখে সাইমা। কাছে গিয়ে বলে
-- সাইমা, তুই আমাকে একটা কথা বল। কোন মানুষ ফ্লোরে পড়ে আছে অন্য একজন সেই মানুষ টি যদি তুলে নিয়ে গাড়িতে উঠায়, তার কোন কোন যায়গায় ধরে ধরে উঠাতে পারে? সাইমার পাগলামিতে বিরক্ত হয়ে বলে
-- ধর, প্রথমে হাত তারপর ডানা পরে পেটের কাছে ধরে।
-- তারপর?
-- পুরুষ মানুষ হলে সেই যায়গায় হাত দেয়। বলে হেসে দেয়। প্রথমে বুঝতে না পারলেও এবার বোঝে সাইমা কি বলতে চায়। নাইমা আহ্লাদিত হয়ে বলে
-- সাইমা ভালো হবে না কিন্তু।
-- কেন ভালোই তো হলো শাওন হাত দিলে ভালো অন্য কেউনা।