Posts

চিন্তা

৩ পাউন্ডের জৈবিক যন্ত্র

August 1, 2025

খায়রুল আলম

67
View

‎৩ পাউন্ডের মস্তিষ্ক, অথচ কত অগণিত ভাবনা, জটিলতা, আর অনুভূতির ভার নিয়ে প্রতিদিন আমাদের টিকিয়ে রাখে। মাত্র ৩ পাউন্ডের এই জৈবিক যন্ত্র কিন্তু ধারণ করে এক বিশাল দুনিয়া—ভালোবাসা, ঘৃণা, স্বপ্ন, স্মৃতি, সবকিছু! এই ছোট্ট মস্তিষ্কের সীমানার মধ্যেই বেঁধে রাখা হয় আমাদের যাবতীয় আকাঙ্ক্ষা ও দ্বিধা, তবুও এটি অসীমের সাথে সংযোগ খোঁজে।
 


 

‎"মাত্র ৩ পাউন্ডের মস্তিষ্ক—তবু সেই মস্তিষ্কের মধ্যে কত প্রলয় বয়ে যায়, কত স্বপ্নের উড়ান ভেসে বেড়ায়, আর কত না বলা কথার বোঝা জমা হয়!"
 


 

‎এমনকি প্রেমের মতো গভীর অনুভূতিও এই মস্তিষ্কে স্থান পায়, আর তা কখনো ভারসাম্য রক্ষা করে, কখনো পুরো সিস্টেমকেই ওলট-পালট করে দেয়।
 

Comments

    Please login to post comment. Login