মা!! 🧡
আকাশ ছুঁয়ে যত পাখি ডানা মেলে উড়ে বেড়ায়,
তাদের প্রত্যেকটির যতটুকু আয়ু আছে,
সেইসব আয়ুর সমষ্টি যেন তোমার হয়!
তুমি যেন থাকো শত সহস্র বছর এই পৃথিবীর আলোয়!
আমার জীবনের ছায়া হয়ে, আমার রক্ষার প্রহরী হয়ে
তোমার কোল ছিল আমার প্রথম যাত্রা, তোমার দোয়া!
আমার জীবনের শ্রেষ্ঠ নিরাপত্তা!
তুমি ছাড়া কিছুই যেন পূর্ণ মনে হয় না!
তোমার হাসি আমার লাখ টাকার খুশির চাবিকাঠি,
তোমার একফোঁটা চোখের জল আমার পৃথিবীকে কাঁপিয়ে দেয়!
জানি না কতটুকু দিতে পেরেছি,
তবে তুমি আমার কাছে ঈমানের পর সবকিছু!
– হে আল্লাহ, আমার মা কে
দীর্ঘ হায়াত দান করুক, সুস্থতা দান করুক! 🧡👐🏻