চাকরির বাজার
কাজী ফাল্গুনী ঈশিতা
চাকরির বাজারে
চেহারাটা ভালো হওয়া চাই যে,
হাঁড়ি ভরা ডিগ্রি?
না না না, আপত্তি নাই যে।
কাজ ভালো করা চাই
ছুটি একদিন ও নাই।
ঘড়ি ধরে আসো যাও
নাকেমুখে খেয়ে নাও
পারো যদি, তোষামোদ করা চাই
বেতন? না, সে যে বাড়বেনা ভাই!
কিছু চাকরিতে দেখি
ঘুষটুকু দিতে হয়,
মেধাবী? অভিজ্ঞ?
সে আবার কারে কয়?
চাকরির বাজারে
মামা চাচা ছাড়া গতি নাই যে
বাছাধন চাকরি
তবু মোরা তোমাকেই চাই যে।
204
View
Comments
-
Shassue mllah 5 months ago
চাকরি এমন একটা জিনিস যে পায় সে আফসোস করে আর যে পায় না সেও আফসোস করে