Posts

কবিতা

চাকরির বাজার

August 2, 2025

Kazi Eshita

181
View

চাকরির বাজার 
কাজী ফাল্গুনী ঈশিতা 

চাকরির বাজারে 
চেহারাটা ভালো হওয়া চাই যে, 
হাঁড়ি ভরা ডিগ্রি? 
না না না, আপত্তি নাই যে।
কাজ ভালো করা চাই 
ছুটি একদিন ও নাই। 

ঘড়ি ধরে আসো যাও 
নাকেমুখে খেয়ে নাও 
পারো যদি, তোষামোদ করা চাই
বেতন? না, সে যে বাড়বেনা ভাই! 
কিছু চাকরিতে দেখি 
ঘুষটুকু দিতে হয়, 
মেধাবী? অভিজ্ঞ?
সে আবার কারে কয়? 
চাকরির বাজারে 
মামা চাচা ছাড়া গতি নাই যে 
বাছাধন চাকরি 
তবু মোরা তোমাকেই চাই যে।

Comments

    Please login to post comment. Login

  • Shassue mllah 4 months ago

    চাকরি এমন একটা জিনিস যে পায় সে আফসোস করে আর যে পায় না সেও আফসোস করে