জীবনে সুখী হবেন যেভাবে,,,
প্রার্থনা : প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা করুন । যে, যে ধর্মেরই হোন না কেন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন দেখবেন সারাদিন মন ভালো থাকবে।
ক্ষমা: হ্যাঁ ক্ষমা করতে শিখুন, ক্ষমার চেয়ে মহৎ গুণ-এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই , ভুল ত্রুটি মানুষের জীবনে থাকবেই, তাই বলে সেই ভুল নিয়ে সারা জীবন বসে থাকবেন? একদমই না, তাকে ক্ষমা করে দিন, দেখবেন মন থেকে আলাদা একটা স্বস্তি পাবেন।
সাহায্য: আপনার সামর্থ্য অনুযায়ী অন্যের সাহায্য করুন। শুধু যে অর্থ দিয়ে সাহায্য করা - যায় তা কিন্তু নয়, মানুষের খারাপ সময়ে শুধু পাশে থেকেও কিন্তু সাহায্য করা যায় ,তাই সামর্থ্য অনুযায়ী সাহায্য করুন দেখবেন ভালো লাগবে ,আপনি ভালো থাকবেন।
কৃতজ্ঞ: কেউ আপনার উপকার করলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, দেখবেন আপনার জীবনে বন্ধুর অভাব হবে না।
ভালোবাসুন: আপনার চারপাশের মানুষকে ভালোবাসুন , দেখবেন আপনার জীবনে ভালোবাসার অভাব হবে না, জীবনে বেঁচে থাকার জন্য ভালোবাসার উপর আর কোন প্রতিষেধক হয় না , ভালোবাসায় মানুষের বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি তাই, নিজেকে ভালোবাসুন ,অন্যকে ভালবাসুন দেখবেন আপনার মত সুখী এই পৃথিবীতে দ্বিতীয় কেউ নেই।
হাসুন: শরীর মন ভালো রাখার একমাত্র উপায় হল হাসি তাই মন খুলে হাসুন, শরীর ও মন ভালো থাকবে আপনার মন খারাপ থাকলেও আপনি হাসিমুখে কথা বলুন দেখবেন আপনার চারপাশের মানুষগুলো ভালো থাকবে।
সন্তুষ্টি :আপনার জায়গা থেকে আপনি সন্তুষ্ট থাকুন ,আপনার যতোটুকু আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। দেখবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি।
“আসলে জীবনে সুখী হতে খুব বেশি অর্থের প্রয়োজন নেই, আছে শুধু একটু ইচ্ছা শক্তির ।”