শাওন একটি অফিসে যাচ্ছিলো ইন্টারভিউ দিতে। পথে মধ্যে এক বন্ধুর সাথে দেখা হয়, কিছুক্ষণ কথা বলে দেরি হয়। রিকশায় উঠতে যাবে তখন এক ভদ্রলোক কাছে এসে শাওন কে বলে
-- এই শোন?
--জ্বী বলুন।
-- তুমি আমাকে একটু হেল্প করবে?
-- কি হেল্প করতে হবে বলুন আঙ্কেল।
-- আমার হাতের ব্যাগ টা তুমি ধরে রাখো, কাউকে দিও না। কথা শেষ হতেই কয়েক জন ছিনতাইকারী এসে হাজির। তাদের মধ্যে থেকেনএক জন বললো
-- এই বুড়া ব্যাগ কি করলি?
-- ব্যাগ কোথায় পাবো। ওদের মধ্যে সনাক্তকরণের জন্য ভুল বোঝাবুঝি হয়। এক পর্যায়ে তাদের ভিতরে দ্বন্ধ হলে ওরা চলে যায়। ভদ্রলোক শাওনের কাছে আসে
শাওন ব্যাগ দিতে গেলে তিনি বলেন
-- ব্যাগটা তুমি ধরে রাখো। আচ্ছা তুমি যাচ্ছো কোথায়?
-- নাইমা কোম্পানিতে ইন্টারভিউ দিতে।
-- ও, আচ্ছা আমিও ওই কোম্পানিতে যাবো আমার সাথে এসো। ওই যে আমার গাড়ি। আমি তোমাকে ড্রাইভ দিচ্ছি। শাওন গাড়িতে চড়ে অফিসের সামনে নামে। ভদ্রলোক বললেন
-- আসো ভিতরে বসো। শাওন বসলো। অনেক লোক এসেছে ইন্টারভিউ দিতে।
ভদ্রলোক শাওনের হাত থেকে ফাইল নিয়ে বোর্ডকে বলে এই টা কনফার্ম। শাওন হতোবাক হয়ে যায়।