নীলান্জনার ফিরে আসা
অমল সরকার
অমল সরকার
চৌত্রিশ পর্ব
নীলান্জনা স্যালোয়ার কামিজ পড়ছে।
ফোনটা বেজে ওঠে। টেবিলের ওপর রাখা মোবাইল নেয়। নাম্বার দেখে। চেনা নাম্বার নয়। রিসিভ না করে আবার রেখে দেয়। একটি মিনিট পর আবার রিং বাজে। নীলা ফোন ওপেন করে নাম্বার দেখে আবারও সেই একই নাম্বার। রাগ হয়। নীলা অপরিচিত লোকের সাথে কথা বলে না। বার বার ফোন দিচ্ছে তাই রিসিভ করে
-- হ্যালো? বলতেই অপর পান্তের কণ্ঠে বলে
-- তুমি কেমন। আছো?
-- আমি যেমনই থাকি, তাতে আপনার কি? ফোন দিয়েছেন কেন?
-- তোমার সাথে কথা বলতেই তো ফোন দিলাম।
-- আগে আপনার পরিচয় বলেন?
-- তুমি কণ্ঠস্বরেও চিনতে পারছো না।
-- এই যদি পরিচয় না দেন তাহলে ফোনধ কেটে দিতে বাধ্য হবো।
-- না,না সোনা ফোন কেটোনা।
-- ধ্যাত। বলেই ফোন কেটে দিলোনীলা।য
মুড টাই নষ্ট হয়ে গেল। মিনু ঘরে এসে বললো
-- নীলা দি, কে ফোন করেছিলো রে?
-- এক জন ফাজিল বার বার রিং দিয়ে বিরক্ত করছে। এবার ফোন দিলে আমার কাছে দিস। বলতে বলতেই মোবাইল বেজে ওঠে। মিনু দৌড়ে গিয়ে ফোন রিসিভ করে বলে
-- হ্যালো কে বলছেন? বলেই ফোন কেটে দেয়।