Posts

নিউজ

পার্সিভাল এভারেটের বই অবলম্বনে তৈরি হচ্ছে টিভি সিরিজ

August 2, 2025

নিউজ ফ্যাক্টরি

72
View

পুলিৎজার বিজয়ী মার্কিন লেখক পার্সিভাল এভারেটের উপন্যাস 'দ্য ট্রিজ' অবলম্বনে একই নামের একটি টিভি সিরিজ তৈরি হচ্ছে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ডেডলাইন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।      

২০২১ সালে প্রকাশিত এই উপন্যাসটিতে যুক্তরাষ্ট্রের মিসিসিপির দুইজন কৃষ্ণাঙ্গ গোয়েন্দার গল্প বলা হয়েছে। এই গোয়েন্দারা স্থানীয় শ্বেতাঙ্গ পুরুষদের হত্যার একাধিক ঘটনা তদন্ত করেন। অবশ্য তদন্তের সময় তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা এবং বর্ণবাদীদের প্রতিরোধেরও মুখোমুখি হতে হয়েছে।  

দ্য ট্রিজ উপন্যাসটির জন্য অ্যানিসফিল্ড-উলফ বুক অ্যাওয়ার্ড জিতেছেন পার্সিভাল এভারেট। এছাড়া বইটি বুকার প্রাইজ এবং পেন/জিন স্টেইন বুক অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছিল।    

এই ধারাবাহিক টিভি সিরিজটি তৈরি করছে ইউনিভার্সাল স্টুডিও গ্রুপের ইউসিপি। এতে অভিনয় করবেন স্টার্লিং কে. ব্রাউন। তিনি এভারেটের উপন্যাস ‘ইরাসুর’ এর উপর ভিত্তি করে তৈরি হলিউড মুভি ‘আমেরিকান ফিকশন’ এ অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। এছাড়া অস্কার বিজয়ী ডা'ভাইন জয় র‍্যান্ডলফ এবং উইনস্টন ডিউকও এতে অভিনয় করতে যাচ্ছেন বলে জানা গেছে।     

টিভি সিরিজটির চিত্রনাট্য লিখছেন মার্কাস গার্ডলি। এটির নির্বাহী প্রযোজকদের মধ্যে রয়েছেন পার্সিভাল এভারেট, মার্কাস গার্ডলি এবং ব্রাউন। 

উল্লেখ্য, ৬৮ বছর বয়সী এই লেখকের সর্বশেষ উপন্যাস ‘জেমস’। ২০২৪ সালে প্রকাশিত এই বইটি কিরকাস প্রাইজ, পুলিৎজার প্রাইজ এবং ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড জিতেছে। অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ এই উপন্যাস অবলম্বনে একটি সিনেমা বানানোর পরিকল্পনা করেছেন। 

Comments

    Please login to post comment. Login