Posts

কবিতা

অনুভূতির রিপ কারেন্ট

August 3, 2025

Tomal Krishno Das Topu

221
View

কফিনে শেষ পেরেক ঠুকতে গিয়ে এক ফোঁটা চোখের জল যখন  মৃতের শরীর ছোঁয় হয়তো জীবনের সমান্তরাল অনুভূতিরা বারংবার ভীড় করে। জং ধরা পেরেক ঠুকতে গিয়ে আমরা বুঝতে পারি নোনা জলের  তীব্র ইনটেনসিটি।


যে বিক্রিয়া একদিন অবহেলার সাথে ঘটে, পরক্ষণে সেও দান করে সবচেয়ে মূল্যবান ক্ষণপ্রভা। সুদীর্ঘ ঢেউও একদিন রিপ কারেন্ট প্রস্তুত করে, ভাসিয়ে দেয় সমান্তরাল অনুভূতির উপকূল। নোঙর ফেলতে গিয়ে আমরা ভুলে যাই অনুভূতির মাস্তুল।

Comments

    Please login to post comment. Login