Posts

কবিতা

অনন্তের ছায়া

August 3, 2025

Freelancer Wahid

61
View

আজি মগ্ন হই, ব্রহ্মাণ্ডের মাঝারে,  
চোখ মেলেছি, দেখেছি তোমার নকশা সারে।  
ধরণীর কোলে চাঁদের আলোকের খেলা,  
নাড়ীর কম্পে ধূলির রাশি উঠে মেলা।  

অনন্ত আকাশে আমি যখন উড়ি,  
আলোকের দোলায় বসে দুলে চলি।  
মৃত্যুর সীমানা পেরিয়ে গিয়েছি আমি,  
পুরাতন বেদনায় দেখেছি তোমাকে তুমি।  

ব্রহ্মের মাঝে হারিয়ে গেছে আমার সত্তা,  
তবুও তোমার ছায়া আমাকে পিছু ছাড়ে না এক পাতা।  
জলে, স্থলে, আকাশে যত দূরে চাই,  
তোমার সঙ্গের ছায়া হারাবো না, আমি যে ভালো চাই।  

ব্রহ্মের মাঝে আমি ছুঁয়ে ফেলি তোমার স্পন্দন,  
অনন্ত শূন্যে হেঁটে চলে, তুমি আছো সেই বন্ধন।  
সর্বত্র ছড়িয়ে পড়ে তোমার প্রীতি,  
অন্তরে তুমি আছো, চিরকাল, দীপ্তির সমিতি।


 

Comments

    Please login to post comment. Login