নাইমা কোম্পানির অফিস। এমডি আলাউদ্দিন আলী অফিসের ম্যানেজারকে বললেন
-- আশরাফ সাহেব এর কাগজ পত্র গুলো ফাইল আপ করে ম্যানেজার পদে নিয়োগ পত্র দিয়ে দেন। কাচুমাচু করে ম্যানেজার আশরাফ বললেন
-- স্যার?
-- আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। ভয় নেই আপনার জন্য অন্য ব্যবস্থা করে রেখেছি। আপনি এক্সপোর্ট ডিপার্টমেন্ট দেখা শোনা করবেন। আর শাওন তুমি ইন্টারভিউ দিতে আসছিলে আমার অফিসে। আমি তোমাকে পথেই ইন্টারভিউ নিয়ে ফেলেছি।
ম্যানেজার খুশিতে ডগমগিয়ে বলে
-- স্যার, শাওন সাহেব কখন যোগ দেবে?
-- কাল সকাল থেকে।
আলাউদ্দিন আলী শাওন কে বলে শাপন তুমি আমাকে যে বিপদ থেকে উদ্ধার করেছো এটা আমি কল্পনার অতিত। রাস্তায় ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করেন আলাউদ্দিন আলী। শাওন বললো
-- এ আর কি বা করলাম। আপনি যদি ওই সময় আপনি যদি আমাকে না বলতেন, তাহলে তো আমার সাথে দেখাও হতো না। এমন ঘটনা ঘটতোও না। শাওন কে দেখে আলাউদ্দিন আলী অবাক বিষ্ময়ে তাকিয়ে অপলকে তাকিয়ে বলো।
-- ওকে বয়, তুমি সকালেই যোগদান কোরো।