Posts

নিউজ

স্মৃতিকথা লিখছেন কমলা হ্যারিস

August 3, 2025

নিউজ ফ্যাক্টরি

101
View

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ২০২৪ সালের তার ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা নিয়ে একটি স্মৃতিচারণমূলক বই প্রকাশ করবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্সে দেওয়া একটি পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।

কমলা হ্যারিস বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় বিশ্ববাসী যা দেখেছিল তা কেবল গল্পের একটি অংশ ছিল। এর নেপথ্যে আরও অনেক কিছু রয়ে গেছে। যা প্রকাশের সময় এসেছে।

তিনি এক ভিডিও বার্তায় বলেছেন, আমি বিশ্বাস করি আমি যা দেখেছি, যা শিখেছি, যা জানি এবং সামনে এগিয়ে যেতে হলে যা লাগবে তা জনগণের সঙ্গে  ভাগ করে নেওয়ার মূল্য আছে। এই বইটি লেখার সময়, একটি সত্য বারবার আমার মনে এসেছে। আর তা হলো, কখনও কখনও লড়াইয়ে কিছুটা সময় লাগে।

কমলা হ্যারিসের এই স্মৃতিকথার নাম রাখা হয়েছে  '107 Days'। বইটি প্রকাশ করবে মার্কিন প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, এই বইতে আধুনিক ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার নেপথ্যের কাহিনীর দিকে মনোযোগ দেওয়া হবে। 

'107 Days' চলতি বছরের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত হবে বলে জানা গেছে। 

উল্লেখ্য, গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিয়েছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন। ভারতীয় বংশোদ্ভূত হ্যারিস প্রথম এশিয়ান আমেরিকান, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

সূত্র: সিএনএন    

Comments

    Please login to post comment. Login