এক অজানা সংকট মাঝে
আমরা দাঁড়িয়ে আছি
সকাল, দুপুর, সন্ধ্যে
কষ্ট নিয়ে বাঁচি।
জীবন নামক সাগরে
কতই উঠে ঢেউ,
স্বার্থ ছাড়া অন্য কিছু
বোঝে না তো কেউ।
অর্থ ছাড়া এই দুনিয়ায়
সবকিছু যেন বৃথা,
পরিচিত বন্ধু, স্বজন
কয় নাইকেট কথা।
কেউ আপন কেউ বা পর
বোঝাটা এখন দায়।
সবকিছু হারিয়ে ফের
করছি শুধু হায়।
আমজনতা ঘাম ঝরিয়ে
টাকা করে আয়,
রাত দপুড়ের ব্যাংক থেকে
সব গায়েব হয়ে যায়।
জিনিসপত্রের দাম বৃদ্ধি
হয়েছে জীবন গ্রাস,
তবুও তাদের চিন্তা হয় না
করিতে মূল্য হ্রাস।
বিদ্যুৎ মামা খেলা করে
প্রত্যহ দিন রাতে
দেহখানি জ্বলে যায়
গরমের আঘাতে।
সংকট কাটিয়ে ফের
আবার জেগে উঠব,
ইসলামী শাসন কায়েম করে
এই দেশটা গড়ব।
103
View