আমি বেশি বুঝি
তুমি জানো না কিছুই।
আমি সবই জানি,
আমি মহাজ্ঞানী।
মিগ ফাইটার থেকে তিন চাকার টেসলা,
সব বিষয়ই আমার নখদর্পণে।
আমি পিএইচডি ইন সবজান্তা,
জলজ্যান্ত উইকিপিডিয়া।
আমি গুজবের শিরোমণি,
ফ্যাক্ট চেকের করি না পরোয়া।
আমি নিজেই রেফারেন্স,
নিজেই সত্যি।
অন্যের ব্যাপারে নাক গলানোতে
আমার জুড়ি মেলা ভার।
তুমি আমায় চেনো?
মন্ত্রী-মিডিয়া পকেটে রাখি।
টকশো থেকে অনলাইনে
ঝগড়ায় আমার সাথে পারবে না।
মোটিভেশনের সঠিক কোটায়
আমি সব সময় জিতি।
আমি ডিপ, তুমি শ্যালো-
কাফকা, কামু, সার্ত্রে, দস্তয়ভস্কি
আমি সবার নাম জানি।
ফেলিনি, কুরোসাওয়া, কুবরিক, হিচকক
সব গড়গড় করে বলতে পারি।
প্রিমিয়ার লীগ কিংবা মারভেল-ডিসি
আমি সব খোঁজ রাখি,
সবসময় আপডেটেড থাকি,
মস্তিষ্কে গুগল হয়ে বসে আছে সব।
আমি এতোটাই জানি যে এখন আর
আমার পা মাটিতে পড়ে না।
কোটেবেল কোটস করি অহরহ,
চান্স পেলেই করি বকবক।
আমার কথায় দ্বিমত করা মহাপাপ,
আমি মানসিকভাবে স্বৈরাচারী।
তুমিও হয়তো অনেক কিছু জানো
কিন্তু আমার থেকে বেশি জানা অসম্ভব।
আমি একটু বেশিই জানি,
আমি আসলে একটু বেশিই বুঝি।
অমুক সংস্থা আমাকে দিয়েছে এ্যাওয়ার্ড,
তমুক আমায় দিয়েছে সার্টিফিকেট।
একদিন ঠিকই ভাইরাল হয়ে যাবো, দেখ
সেদিন তুমি ঠিকই বুঝতে পারবে
আমি কতটা ভাইটাল।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার জন্য
সব কোম্পানি আমার পিছু নেবে।
সেদিন তুমি বুঝবে
আমি কতটা আলাদা,
একদম অন্যরকম।
আমি এত বেশি জানি,
জানতে জানতেই আমি আজ
পুরোদস্তর এক জানোয়ার।
