ছেলেঃ কেমন আছো তুমি?
মেয়েঃ এইতো ভালো।
ছেলেঃ কার সাথে চ্যাট করছ?
মেয়েঃ চোখে দেখ না কার সাথে চ্যাট করছি! ঢং কর!
ছেলেঃ রাগ করছ কেন, আমি তো শুধু তোমাকে জিজ্ঞেস করেছি। (অবাক হয়ে)
মেয়েঃস্যরি,কিছু মনে কর না, আমার মাথা ঠিক ছিল না।তোমার কাছে টাকা আছে?
যদি থাকে তাহলে কিছু টাকা দাও?
ছেলেঃ তুমি তো জানোই আমার পরিবারের কি অবস্থা, নিজেই যেখানে চলতে পারি না সেখানে তোমাকে টাকা দিব কোথ্বেকে। তারপরও চেষ্টা করব।
মেয়েঃ একটু চেষ্টা করো plesse বাবু। তুমি না কত্ত ভালো।
ছেলেঃ নিজের জমানো সমস্ত টাকা এবং ধার করে মেয়েটিকে দেয়।
মেয়েঃ আমি জানতাম তুমি আমাকে টাকার ব্যবস্থা করে দিবে। Thank you বাবু।
ছেলেঃ এই তুমি কার সাথে কথা বলছ? দেখি মোবাইলটা দেখি?
মেয়েঃ তোমার সাহস তো কম না। তুমি আমার কাছে কৈফিয়ত চাইছ। আমি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলব, তাতে তোমার কি? তোমার মত ছোটলোকের সাথে আমি আর সম্পর্ক রাখব না।
ছেলেঃ তোমার মনে নেই, কত কিছু করেছি তোমার জন্য! টিফিনের টাকা জমিয়ে,বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে তোমাকে দিয়েছি। যখন ফোন করতে তখনই দৌড়ে যেতাম। চাতক পাখির মত অপেক্ষায় থাকতাম কখন তোমার দেখা পাব! কখন তোমার ফোন আসবে। সব কিছু ভুলে তুমি এখন আরেক ছেলের সাথে চলে যাচ্ছ আমাকে ছেড়ে।
মেয়েঃ এই শোন,তোমার কথা শোনার মত সময় আমার নেই। আর কোনোদিন আমাকে ফোন করার চেষ্টাও করবে না।
ছেলেঃ ছেলেটি অবুঝ বালকের মত তাকিয়ে আছে মেয়েটির চলে যাওয়ার দিকে। (কেঁদে কেঁদে)