লেখাঃ কবিতা ও জীবন
তাং:০৪/০৮/২৫
সুখ সে কোথা হতে আসে?
আসে হৃদয়ের বুদবুদে,
নির্ঘুম রজনী সে কোথা হতে আসে?
আসে মগজের সুষুম্নায়,
বিষাদ সে কোথা হতে আসে?
আসে বুকের পাঁজরে,
জীবন সে কোথা হতে আসে?
আসে পঁচা নর্দমায়,
শুধু কবিতা আসে বুক পকেটে,
স্রোতের কল্লোল, তাই বলে কি?
পৃথিবীর দুচোখ ভরা জল??
40
View