"কালের বৃষ্টি" তারিখ:২৮জুলাই২০২৫
জুনাইদ ইসলাম সময় : বেলা ১১:০১
কালের বৃষ্টি কতই না ছিল মন মুগ্ধ কর;
ভালোবাসার ঘ্রাণ যেন গেলইনা মোর;
বাতাস তো নহে তবে সর্গীয় হাওয়া;
মাটিতো মাটিতেই যাবে,কেনইবা অপছন্দ করবে তারা?
প্রকৃতির তব অপরূপ আজ দেখেই যাই।
কেননা শঙ্খচিল হওয়া তো সম্ভব নেই।