Posts

গল্প

বিষে নীল দেহ (Premium)

August 4, 2025

Omol Sarkar

0
sold
বিষে নীল দেহ
অমল সরকার
পয়ত্রিশ পর্ব

অফিসে বসে এক মনে কাগজ পত্র দেখছিলো শাওন। নাইমা অফিসে ঢুকেই দাড়োয়ান কে বললো
--এই তোর ম্যানেজার বসের কাছ থেকে আমার কথা বলে দশ হাজার টাকা নিয়ে আয় তো। দারোয়ান ম্যাডামের কথা মতো ম্যানেজার রুমে মুখ বেড় করে বলো
-- স্যার আসতে পারি?
-- শহিদ। এসো। তোমার যখনই আমার অফিসে ঢুকতে হলে তোমাকে পারমিশান নিতে হবে না। তুমি সরাসরি চলে এসো। আচ্ছা এবার বলো তোমার জন্য কি করতে পারি শহিদ?
-- আমার জন্য না স্যার, আমি এসেছি মালকিন ম্যাডামের জন্য।
-- কি করতে হবে উনাকে?
-- উনি দশ হাজার টাকা নিতে আমাকে পাঠালেন। শাওন একটু ভেবে বললো
-- শহিদ তুমি একটা কাজ করো?
--জ্বী, স্যার। একটি কাগজ লিখে দিলেন।
-- এই কাগজে একটা সই করে দিতে বলেন। আমি টাকা দিচ্ছি। শহিদ বাইড়ে গেল। শাওন একটি কাগজে কি যেন নোট করলো আবার শহিদ ঢুকলো বললো
-- এই যে স্যার। শাওন দশ হাজার টাকা দিয়ে দিলো। শহিদ চলে গেল। শাওনের হাতের সই দেখে চেনা চেনা মনে হলো ও মনে পড়লো, এই কোম্পানির নামই তো নাইমা কোম্পানি। কিন্তু এই সিগনেচার তো আমার নাইমার।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login