Posts

প্রবন্ধ

বাংলাদেশ রক্ষায় আমাদের দায়িত্ব

August 4, 2025

Nizamul Hasan https://www.facebook.com/Readoy15

62
View

বাংলাদেশ আমাদের জন্মভূমি। এই নামের পেছনে আছে অনেক বড় সংগ্রাম, অনেক বড় ইতিহাস। ১৯৪৭ সালে দেশ ভাগের পর ১৯৭১ এর ১৬ ডিসেম্বর পর্যন্ত লড়াই করতে হয়েছে স্বাধীনতার জন্য

পশ্চিম পাকিস্তানের সাথে। ১৯৭২থেকে ২০২৪ পর্যন্ত অনেক ক্ষমতার রদবদল হয়েছে। কিন্তু এই দেশের মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ছিল। অনেক রক্ত ঝরেছে,গুম,খুন,রাহাজানি করেছে স্বৈরাচার সরকার। শেষ পর্যন্ত ছাত্র-জনতার অগণিত আন্দোলনের পর ৫ই আগষ্ট ২০২৪ বাংলাদেশ ২য় বার স্বাধীনতা লাভ করে তাও আবার কোনো বহিঃশত্রুর বিরুদ্ধে নয় নিজ দেশের ভিতরের শত্রুর বিরুদ্ধে। ইতিহাসে এমন নজির আরো একটি পাওয়াও যাবে কিনা সন্দেহ। যাহোক স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা বেশি কঠিন। এখন এই স্বাধীন দেশকে রক্ষা করতে আমাদের কিছু কাজ করতে হবে । নিম্নে তা আলোচনা করা হলঃ

আল্লাহর দীন প্রতিষ্ঠাঃ স্বাধীন বাংলাদেশের সীমানা যেমন রক্ষা করতে হবে বহিঃশত্রুর হাত থেকে ঠিক তেমনি বিকৃত, বিবর্জিত পশ্চিমা সংস্কৃতি থেকেও রক্ষা করতে হবে। আর এটা সম্ভব হবে 

তখনই যখন ভূখণ্ডে আল্লাহর দীন কায়েম থাকবে। ইসলাম হলো মহান আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা। মহান আল্লাহ কুরআনে পাকে এরশাদ করেনঃاَلۡیَوۡمَ اَكۡمَلۡتُ لَكُمۡ دِیۡنَكُمۡ وَ اَتۡمَمۡتُ عَلَیۡكُمۡ نِعۡمَتِیۡ وَ رَضِیۡتُ لَكُمُ الۡاِسۡلَامَ دِیۡنًا 

 অর্থঃ আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নেয়ামত সম্পূর্ণ করলাম ,আর তোমাদের জন্য ইসলামকে দীন হিসেবে পছন্দ করলাম । (সূরা মায়িদাঃ৩)

ভ্রাতৃত্ববোধ সৃষ্টিঃ ইসলামে ভ্রাতৃত্ববোধ  খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তায়ালা মানব সম্পর্ক উন্নয়নেরও তাগিদ দিয়েছেন। আল কুরআন এরশাদ হয়েছেঃانما المؤمنون اخوۃ فاصلحوا بین اخویكم واتقوا الله لعلكم تُرۡحَمُوۡنَ۰

নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই। কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ- মীমাংসা করে দাও। আর তোমরা আল্লাহকে ভয় কর, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। (সূরা হুজুরাত)

সুতরাং প্রত্যেক মুসলমানের উচিত ভ্রাতৃত্ববোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা।

ঐক্যবদ্ধ হওয়াঃ বর্তমান বিশ্বে মুসলমান জাতি মার খাচ্ছে একমাত্র একতাবদ্ধ না থাকার কারণে। ইহুদী-খ্রিষ্টানরা মুসলমানদের মাঝে ফাটল ধরিয়ে  তাদের দাস বানিয়ে রেখেছে। অসাম্প্রদায়িক, বর্ণ বৈষম্য, ব্যক্তিগত ক্ষোভ নিয়েও আমরা মেতে আছি। অথচ ১৪শ বছর আগে মহান আল্লাহ তায়ালা  মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সঃ)-এর মাধ্যমে আমাদের জানিয়েছেন

 ঐক্যের কথা। কতই না সুন্দর করে আল্লাহ সুবহানা তায়ালা এরশাদ করেছেন সূরা  আল ইমরানেঃ وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُو

অর্থঃ তোমরা সকলে আল্লাহর রজ্জুকে আঁকড়ে  ধরো এবং বিভেদ করো না। ( সূরা আল ইমরান)


 

রাজধানী ঢাকা 

Comments

    Please login to post comment. Login