Posts

ফিকশন

মানুষের বহু মন-1

August 4, 2025

Shassue mllah

191
View

 আমি একজন সরকারি চাকরিজীবী। নাম প্রকাশ করলাম না । ঘটনাটা ঠিক 3 বছর আগের 2023 সালের । তখন আমি ইন্টার পরীক্ষা দিবো তার আগের । আমি ছোটবেলা থেকে একটু বেশি লাজুক প্রকৃতির ছিলাম । তেমন কারো সাথে কথা বলতাম না এক কথা বলতে গেলে চুপ চাপ থাকতাম । আমি যখন ক্লাস 9 এ ছিলাম তখন আমার এলাকার একটা মেয়েকে ভালো লাগতো কিন্তু বলতে পারি নাই কখনো । এর  কারণ ছিলো লজ্জা ভয় । ভয় পাবার অন্যতম কারণ ছিলো তার বাবা । তার বাবার গ্রামে একটা ক্ষমতা ছিলো । তবুও একটু একটু করে তার সাথে ভাব জমানোর চেষ্টা করতাম । খেলার সময় তাকে ডাকতাম ভালো লাগত । একদিন অনেকটা সাহস নিয়ে বলে ফেললাম তাকে আমি ভালোবাসি । সে না করে দিলো কিন্তু আমার ভয়ে হাত পা কাঁপছিলো ভাবছিলাম যদি বাসায় বলে দেয় তাহলে কি হবে । কিন্তু ও হয়তো বলে নাই আমাকে এই বেপারে আর কোনো ঝামেলায় পড়তে হয় নাই । আমিও আর কিছু বলি নাই । একদিন আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে তেতুল গাছ থেকে তেতুল পারছিলাম তখন ও এসে ওর আম্মুক বললো । গাছ ওদের থাকায় ওর  আম্মু বললো তেতুল পাকে নাই এখন পারিস না । আমরাও নেমে আসলাম কিন্তু নামার পর ও তেতুল চাইলো সাথে ওর ছোট ভাই ছিলো । ওরা আমাদের অনেক কিছু বলে আমরাও ওদের সাথে কথা কাটাকাটি করি । এক পর্যায়ে আমার ফ্রেন্ড ওদের গালি দিয়ে বসে । আমরা দৌড়ে পালাই যাই । তার পরের দিন আমি মাগরিবের নামাজে যাওয়ার সময় ওর আম্মু আমাকে ধরে বসে আমি নাকি ওকে খারাপ প্রস্তাব দিছি আর খারাপ ইঙ্গিত  দিছি । ওর আম্মু আমাদের বাড়িতে গেলো এইটা দেখে আমি আমি ঐযে মসজিদে গেলাম ……….2

Comments

    Please login to post comment. Login

  • Shassue mllah 4 months ago

    ধন্যবাদ আপনাকে আসলে আমি খেয়াল করি নাই কিবোর্ড মিস্টেক পোস্ট করার আগে দেখার দরকার ছিলো কিন্তু ডিউটি পোস্টে বসে লিখছি তো আর আমি অনেক গ্রামের ভাষা ব্যবহার করি ।

  • Kazi Eshita 4 months ago

    আপনার লেখা বেশ ভাল তবে প্রচুর বানান ভুল থাকে, একটু দেখবেন ।