কবিতা
প্রকৃতির পন্ডিত
অমল সরকার
হুঁক্কা হুঁয়া ভাষণে মাইক গরমে
লেজ তুলে দৌড়ে বেড়ায় সে
পান্ডিত্য আর ধুর্ততায় উপরে।
শেয়াল পন্ডিত নাম দিয়ে মানব
পাণী কুলের বোঝে তাই সে সব
সুরে সুরে আইন করে দলে মব।
নিজেক সর্বোচ্চ দক্ষ প্রাণী ভাবে
ভালো কথা বলে মুরগী ধরে খাবে।
এই নেতৃত্ব জনচেতনায় গোপন
সঠিক থেকে লুকিয়ে দেখে সপন।
প্রাণী কুল চুতুর আজ বসা গদিতে
তাইতো পরিবেশে বিশৃঙ্খলা পতিতে
এই সমস্যা চাচ্ছে না কেউ সমাধান
সবাই আছেন নগদ লেন দেনের দান।
This is a premium post.