Posts

ফিকশন

মানুষের বহু মন -2

August 4, 2025

Shassue mllah

132
View

আমি মসজিদে গেলাম নামাজ শেষ করে আমি বাসায় আসবো কেমন করে বসে বসে ভাবছিলাম । অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম বাড়িতে যাবো যা হয় হবে । আসতে আসতে বাড়িতে আসলাম আম্মু কিছু বললো না শুধু দেরি করছি বলে রাগ করলো । আম্মু আমাকে খেতে দিলো আমি খাচ্ছি তখন আমার মেজো কাকা আমাকে ডাকলো আমি উত্তর দেয়াতে সে রাগে গিয়ে আমাকে মারতে আসলো । আম্মু বললো ওকে  মারছেন কেনো ও কি করছে । তখন আব্বু ও এসে গেছে আব্বুকে কি জেন বললো আব্বু আমাকে মারলো এসে । আমি কাঁদতে কাঁদতে আমার রুমে আসলাম । একটু পরে আম্মু এসে বললো তুই কি সত্যি সিগারেট খাস । আমি বললাম না এইটুকু বিশ্বাস করো । আম্মু আর কিছু বললো না চলে গেলো । আমি লজ্জায় ঘর থেকে বেরোতে পারি না । আব্বু তো আমার সাথে কথা বলে না আম্মুও কম কম কথা বলে । এইভাবে কিছুদিন কাটলো পরে সব কিছু মোটামুটি স্বাবাভিক হলো । এরপর আমি একটা মোবাইল ফোন কিনি বাসার কেউ জানে না । লুকাই লুকাই চালাতে গিয়ে একদিন ধরা খেলাম সাথে কিছু মার ও খেলাম । এরপর এসএসসি পরীক্ষার আগে টেস্ট পরিকার সময় ওর সাথে আমার সম্পর্ক ভালো হয় ।

এইভাবে আসতে আসতে আমাদের সম্পর্ক হয় । আমি প্রথমে বুঝতাম ও আমাকে ভালোবাসে না তাও কিছু বলতাম না। ও সামান্য বেপার নিয়ে ওভার রিয়াক্ট করতো আপনারা হয়তো বিশ্বাস করবেন না এত সুন্দর কান্নার অভিনয় করতো এসব দেখে আমি আরো বেশি দুর্বল হয়ে পরি । ও আমার কাছে গিফট চাইতো আমি এইটা ঐটা বলে কোনো ভাবে কাটাই যেতাম । আসতে আসতে একটা সময় মনে হলো ও আমাকে সত্যি ভালোবাসে । এরপর আমি এসএসসি শেষ করে বাইরে চলে যাই লেখাপড়ার জন্য । তখন আমরা দিন রাত ভিডিও কলে কথা বলতাম । এভাবে আমাদের সম্পর্ক 2 বসরের বেশি হলো । আমি 2023 সালে আমার ইন্টার পরীক্ষা ছিলো পরীক্ষার ঠিক আগে ও আমার সাথে কথা বলতো না । একদিন রাতে বলছে ওকে নাকি আজকে দেখতে আসছিলো ছেলে নাকি পছন্দ করে গেছে এখন ওর ফ্যামিলি দেখলে সিদ্ধান্ত দিবে । আমি তখন বললাম আমিও চাকরি করবো তুমি চলে আসো আমরা পালাই যাই । ও সোজা ভাবে বলে দিলো দেখো আমি পালাতে পারবো না ফ্যামিলি যা করবে তাই । এইটা বলে ও কল কেটে দিলো ।……..

Comments

    Please login to post comment. Login

  • Kazi Eshita 4 months ago

    ভালবাসলে সে আপনার সাথেই থাকত