বান্ধবীদের সাথে পূজায় ঘুরতে এসে জীবনের প্রথম ক্রাশ খেলাম আমি। তাও কার উপর পূজো করা পুরোহিত এর উপর ভাবা যায়। আমি নিজেও ভাবতে পারিনি এমন হবে। ওও হো তার আগে আমি তোমাদের আমার পরিচয় বলি ( আমি বিথী এবার এইচএসসি দিয়েছি। আমার সাথে যারা আছে সব আমার সখীগন,, আমাদের বন্ধুত্ব সেই ক্লাস সিক্স থেকে তবে কলেজে ওঠে আমারা আলাদা হইয়ে যাই,, কিন্তু সেটা শারীরিক ভাবে আমাদের মনের দূরত্ব কখনো হয়নি, আমার সখীগন হলো মিতু,ঐশী, রুপমা আর একজন তো আমার নামই নিয়ে নিয়েছে বিথী। তবে তার ধর্ম আমাদের থেকে আলাদা তাতে কি মনের মিল তো আছে। যাইহোক পরিচয় পর্ব অনেক হলো এবার আমার ক্রাশের বিষয়টায় আসি)
ক্রাশকে দেখে শুধু আমি ক্রাশ খেয়ে উল্টে যাই নি সাথে উল্টেছে আমার সখীগনও। সবার মনে তো পুরো লাড্ডু ফুটছিলো কে আগে ক্রাশের সাথে কথা বলবে। যদিও আমরা একেকজন একেক প্রকৃতির তাও আমাদের মনের মিল যে কিভাবে হলো তা উপরওলাই জানে। তো আমাদের ক্রাশের সাথে যে আগে কথা বললো সে আর কেউ না আমাদের...