Posts

নিউজ

তৃতীয়বারের মতো বুকারের লংলিস্টে মালয়েশিয়ার লেখক তাশ আও

August 4, 2025

নিউজ ফ্যাক্টরি

93
View

লন্ডনে বসবাসকারী মালয়েশিয়ার লেখক তাশ আও এবার নিয়ে তৃতীয়বারের মতো বুকারের লংলিস্টে জায়গা করে নিয়েছেন। ২৯ জুলাই বুকার প্রাইজ-২০২৫ এর জন্য মনোনীত লেখকদের দীর্ঘ তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকার জন্য তাশ আও সহ মোট ১৩ জন লেখককে নির্বাচিত করেছে বুকার প্রাইজের বিচারক প্যানেল।  

‘দ্য সাউথ’ উপন্যাসের জন্য বুকার প্রাইজের লংলিস্টে জায়গা পেলেন তিনি। বইটি চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়। এই উপন্যাসে ১৯৯০ এর দশকের এক গ্রীষ্মে দক্ষিণ মালয়েশিয়ার গ্রামীণ অঞ্চলে একটি খামারে ঘটে যাওয়া কাহিনী বর্ণনা করা হয়েছে।

তাশ আও এর আগে আরও দুবার বুকার প্রাইজের লিংলিস্টে ছিলেন। ২০০৫ সালে ‘দ্য হারমনি সিল্ক ফ্যাক্টরি’ উপন্যাসের জন্য তিনি এই তালিকায় স্থান পান। এটি তার প্রথম উপন্যাস ছিল। এরপর ২০১৩ সালে ‘ফাইভ স্টার বিলিয়নেয়ার’ উপন্যাসের জন্যও তিনি তালিকাভুক্ত হন। এবার মর্যাদাবান এই পুরস্কারটি জিতলে তিনিই হবেন প্রথম মালয়েশীয় বুকারজয়ী লেখক।          

উল্লেখ্য, তাশ আও ১৯৭১ সালে তাইওয়ানের রাজধানী তাইপেতে মালয়েশিয়ান চাইনিজ বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি দুই বছর বয়সে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ফিরে আসেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি বাড়িতে ম্যান্ডারিন চাইনিজ, ক্যান্টোনিজ এবং স্কুলে মালয় ও ইংরেজি ভাষায় কথা বলতেন। পরবর্তীতে তিনি কেমব্রিজের জেসাস কলেজ এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ার জন্য ইংল্যান্ডে চলে যান। তার উল্লেখযোগ্য বইগুলো হলো, ‘ম্যাপ অব দ্য ইনভিজিবল ওয়ার্ল্ড’, ‘উই, দ্য সারভাইভারস’।

সূত্র: দ্য গার্ডিয়ান

Comments

    Please login to post comment. Login