Posts

চিন্তা

‎"আয়ুর টানাটানি"

August 5, 2025

খায়রুল আলম

81
View

জীবনটা যেন একটা অদৃশ্য দড়ির টানাটানি, যেখানে আমার এক প্রান্ত ধরে আছেন স্রষ্টা, আর অন্য প্রান্তে তুমি। স্রষ্টা টেনে নিচ্ছেন আমার আয়ু, আর তুমি টেনে নিচ্ছো আমাকে, যেন কোনো চুম্বকের খেলা।
 


 

‎এই টানাপোড়েনের মধ্যে আমি যেন আটকে গেছি, যেখানে স্রষ্টার দিকে যেতে যেতে বারবার তোমার দিকে ফিরে আসি। আমি জানি, এই টানাটানির খেলায় আমি পরাজিত হবো।
 


 

‎তবুও, হেরে যাওয়ার মধ্যেই যেন আমার পরম শান্তি। কারণ, এতে জিতে যাবে স্রষ্টা আর তুমি—আমার জীবনের দুই অনন্য সত্য। স্রষ্টা আমাকে নিয়ে যাবেন তাঁর অনন্তলোকে, আর তুমি থেকে যাবে আমার স্মৃতির মধ্যে, অনন্তকাল।
 


 

‎এই জীবনের দড়ির টানাটানি, যেখানেই শেষ হোক না কেন, আমি জানি, স্রষ্টা ও তোমার এই বিজয়েই আমার পরম পরাজয়ের আনন্দ লুকিয়ে আছে।
 


 

‎— আহমেদ আলম 
 

Comments

    Please login to post comment. Login