জীবন সংকীর্ণ,যখন তা উদ্দেশ্যহীন,
হয়তো লক্ষ্য পূরণেই জীবনের পরিণয়,
যদিও লক্ষ্য সন্ধানেই যত সংশয়!
চলমান কবিতার সমাপ্তি-ই যেথায় অনিশ্চিত
সেথায় গোটা এক কাব্যগ্রন্থ রচায়ন,
কিনবা,পরবর্তী পদক্ষেপই যেথায় অনির্দিষ্ট
সেথায় নির্দিষ্ট কোন ভুখন্ড জয়ের চেতনা!
অবান্তর হবে কিনা জানি না,
তবে আমার অন্তরস্থলে বিশ্বাস-
সৃষ্টিতে সাক্ষর আমায় পরিচিতি দেবে
আমার অর্থনীতি সমৃদ্ধ হবে
সুনাম,আমাকে আনমনে সুখি করবে,
কিন্তু,এই পার্থিব সুখের লালসায়,
যদি মরণে আমার ভীতি অসুখ বেধে যায়!
তাহলে যে এই পৃথিবীর মোহ,মায়াই
হবে আমার মৃত্যু যন্ত্রনা!
আমি যে মৃত্যুঞ্জয়ী নই,আচমকাই-
আমার হৃদপিণ্ডে রক্ত সঞ্চালন থেমে যাবে
শ্বাসনালী কর্মক্ষমতা হারাবে
মৃত্যুর অজানা গন্তব্যের পথ উন্মোচিত হবে
সে পথে দাঁড়িয়ে,শেষ বিদায়ে
আমার অর্জিত পরিচিতি,সুনাম কিনবা অর্থবিত্তে
যদি প্রশ্ন ছুড়ে দেই,"বাঁচাও আমাকে?"
তখন কি তা অবান্তর হবে?
প্রশ্নটা আমার কবিতা হয়েই রয়ে যাক
উত্তর টাও না হয় অজানা থাক।
তবে,প্রানের বিনাশ যখন নিশ্চিত,তখন
মৃত্যুতে আত্মসমর্পণই আমার প্রস্তুতি।