Posts

কবিতা

তবু তুমি এসো

August 5, 2025

এম ইউ ওহাব

59
View



 

শুনেছি আগামী ঋতুতে 

বসন্ত আসবে না

তবু তুমি এসো, 

বসন্ত আসে সবার জন্যে 

আর তুমি আসবে আমার জন্যে। 

আবহাওয়াবীদরা বলেছে 

আগামী পূর্ণিমায় নিম্নচাপ তৈরি হবে 

জ্যোৎস্না উঠবে না, 

 জ্যোৎস্না  উঠে সবার জন্যে 

আর তুমি আসবে আমার জন্য।


 

গ্রামে যেতে যে খালটা পড়ে, 

যেটা পার হতে একদিন তুমি 

শাড়ী  ভিজিয়ে ছিলে, 

দীর্ঘ খরায় সেটা শুকিয়ে 

রাস্তা তৈরি হয়েছে

গ্রামে যেতে আর তোমার কষ্ট হবে না।  


 

অনেকদিন আগে বাড়ির আঙিনায় 

যে গোলাপের চারা লাগিয়েছিলাম, 

দীর্ঘদিন পর একটা গোলাপ ফুটেছে, 

হয়তো তুমি আসবে বলে, 

আমার ধারণা ভুলও হতে পারে 

তবুও তুমি এসো কোন ফাগুনের রাতে।


 

Comments

    Please login to post comment. Login