এসব দেখার পর নিজেকে ঠিক রাখতে পারলাম না রাগে শরীর ফেটে যাচ্ছিল । আব্বু বেশি দেরি করে নাই চলে গেলো বাড়িতে আমি আবার একটা ফোন যোগার করলাম করে ওরে কল দিলাম । তারপর কথার এক পর্যায়ে আমি তাকে বললাম ফাহিম নামে একটা ছেলেকে আমার একটু দরকার তুমি চিনো নাকি । সে এমন ভান করছিলো যেন কিছু জানেই না পরে আমি তাকে ধরে বসি এক পর্যায়ে বলে ফাহিমের সাথে তার ফেসবুকে পরিচয় । তার সাথে সে তার মনের কথা শেয়ার করে এসব শুনে আমার রাগ আরো বেড়ে যায় তার সাথে আমি কোনো কথা বলি না । এরপর ট্রেনিং শেষ করে বাড়িতে আসলাম এসে তার সাথে সামনাসামনি হইছিলাম একবার সে বললো ভালোবাসে সে আমাকে আর তাদের সাথে নাকি টাইম পাস করার জন্য কথা বলছে । এরপর আমি চলে আসি আমার ইউনিটে তার সাথে কোনো কথা হয় না হটাৎ একদিন আমাকে ফোন দিয়ে বলে আম্মু তোমাকে কল দিলে কথা বইলো । বেশি একটা গুরুত্ব দিলাম না ডিউটিতে ছিলাম শেষ করে দেখি বেশ কয়েকটা কল দিছে । পরে কথা বললাম কল ব্যাক করে সে আমার সাথে বেশ কিছু কথা বললো আর বললো ছুটিতে আসলে আমাদের বাড়িতে এসো । 3 বা 4 মাস পর ছুটি গেলাম বাসায় গিয়ে শুনলাম তার আব্বু আম্মু নাকি বিয়ের প্রস্তাব দিছে । আম্মু আমাকে বললো আমি না করে দিলাম এরপর অনেক মাস পার হয়ে গেলো তার সাথে যোগাযোগ হয় না । তবে একটা জিনিস ভেবে আজও আমি শুকরিয়া করি আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কারন মেয়েটার এখনো বিয়ে হয় নাই । এলাকায় বদনামে উঠে গেছে অনেক ছেলেদের সাথে মিশে আরো অনেক কিছু ।।
এই পৃথিবী যেমন এক বিশার আশ্চর্য এই পৃথিবীর মানুষ গুলো তার থেকে বেশি আশ্চর্যকর কারণ যারা আগে মূল্যায়ন করতো না কথা বলতো না এমনকি কতো নিকট আত্মীয় যারা কোনো দিন পরিচয় করতো না তারা সময়ের পরিবর্তনে ডেকে ডেকে খোঁজ নেয় ।