হিমু মিনুর চুল ধরে বলে এই কি বললি?
-- কেন রে দাদা, তুই কি কোন মেয়েকে ভালোবাসতে পারিস না। তোর কোন দিকে কম আছে বল।
-- তাই বল।
হিমু চুল ছেড়ে দিয়ে নিজের কি যেন করতেছিলো। সে কাজে যায়। আবার এসে মিনু কে হিমাদ্রি আদরের সাথে বললো
-- শোন। আমার কথা কিন্তু মাকে বলিস না। মা বাবা শুনলে খুব রাগ করবে। সুযোগ কাজে লাগাতে চায় মিনু বলে
-- দাদা তুই আমাকে একটা সত্যি কথা বলতো? আগ্রহ নিয়ে খুশি মনে হিমাদ্রি বলে
-- কি কথা মিনু?
-- মিথ্যা কথা বলবি নাতো?
-- না তুই বল.।
-- বলছিলাম কি তুই কাকে ভালবাসিস তার নাম টা আমাকে বলবিনা।
-- বলবো, তবে আজকে না। অন্য দিন।
-- আচ্ছা ঠিক আছে।। তাহলে এখন আমি তোর কাছে একটা জিনিস চাইবো দিবি না? হাসি মুখে হিমাদ্রি বলে
-- কি চাস সাধ্য হলে অবশ্যই পূরণ করার চেষ্টা করবো। মিনু উৎসাহিত হয়ে বলে
-- তোর সাধ্যির মধ্যেই।
-- তাহলে বল কি চাস? আমাকে একশ টাকা দিবি। ছোট করে খুশি আর হাসি মিলিয়ে মানিব্যাগ থেকে একটা একশ টাকার নোট বেড় করে দেয়। খুশিতে দাদাকে জড়িয়ে ধরে বলে, আমার লক্ষী দাদা।