শাওন অফিস করছে । হঠাৎ একজন বয়েস্ক মহিলা সরাসরি শাওনের রুমে ঢুকে জিজ্ঞেস করে --
এই ম্যানেজারনকোথায়? উত্তরে শাওন বলে
-- আসাল্লা মালাই কুম ম্যাডাম, আমিই ম্যানেজার। চমকে যায় হঠাৎ বদল দেখে
-- আগের জন কোথায়?
-- ম্যাডাম বসেন, আগের ম্যানেজার অন্য অফিসে জয়েন করেছে। নাইমার মা মাঝে মধ্যেই অফিসে আসে আসে। আজও এলো। শাওন কে চিনে না তাই তিনি বললেন
-- তুমি কবে জয়েন করেছো?
-- তিন দিন। ম্যাডাম।
-- তুমি আমাকে চিনো?
-- জ্বী,না ম্যাডাম। পরিচয় দিলেই চিনবে না। অহংকারী ভাব নিয়ে বললো। শাওন বললো
-- ম্যাডাম আপনাকে চিনি আর না চিনি, আপনি তো আমার মায়ের বয়েসি একথা তো অস্বীকার করার উপায় নাই। আমি ম্যাজানেজার হই আর যাই হই। আপনার মতো মানুষদের আমি সন্তানের মতো। আপনাদের মতো মহিলাকে পায়ে হাত দিয়ে সালাম করলেও সওয়াব। বলেই শাওন উঠে গিয়ে পায়ের কাছে সালাম করতে গেলে বাঁধা দিয়ে বলে
-- রাখো রাখো। তুমি একটা অফিসের বড় পদে চাকরি করো মার বয়েসি বা বাবার বয়েসি লোক দেখলেই গলে পড়তে হবে তাহলে তো তুমি এতো বড় পদের উপযুক্ত নয়।
-- সরি ম্যাডাম। আমার ভুল হয়ে গেছে। শাওন কে ভয় পাইতে মজা করে
-- দাঁড়াও তোমার চাকরি থাকে কি করে তাই দেখবো। চমকে যায় শাওন। বলে
-- বজকের মতো মাফ করে দেন। আরেক দিন যদি ভুল করি তখন না হয় সাজা দিয়েন আমি মাথা পেতে নেবো।