Posts

গল্প

"ভুলতে না পারা একটি অভিজ্ঞতা" "পুরস্কার জয়ের আনন্দ" "প্রথম সাফল্যের গল্প"

August 5, 2025

MD Rifat

Translated by Rifat Mahmud

56
View

মানুষের জীবনে কিছু ঘটনা চিরকাল মনে গেঁথে থাকে। তেমনি একটি স্মরণীয় অভিজ্ঞতা আমার জীবনে ঘটে যখন আমি প্রথমবার বিদ্যালয়ে পুরস্কার পেলাম। সেটা ছিল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিদিন সকালে কঠোর অনুশীলন করতাম, আর সেই পরিশ্রমের ফলস্বরূপ আমি প্রথম স্থান অধিকার করি। যখন প্রধান শিক্ষক আমার হাতে পুরস্কার তুলে দেন, তখন আমি গর্বে ও আনন্দে আপ্লুত হয়ে পড়ি। সেদিন আমার পরিবারের মুখেও হাসি ফোটে। এ অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে চেষ্টা করলে সফলতা একদিন আসবেই।

Comments

    Please login to post comment. Login