Posts

নিউজ

যুক্তরাষ্ট্রে ৫৯৬ টি বই নিষিদ্ধ করেছে প্রতিরক্ষা বিভাগ

August 5, 2025

নিউজ ফ্যাক্টরি

65
View

মার্কিন প্রতিরক্ষা বিভাগ পরিচালিত স্কুলগুলোতে ৫৯৬টি বই নিষিদ্ধ করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি এই বইয়ের সম্পূর্ণ তালিকাও প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে পেন আমেরিকা।

অলাভজনক সংস্থা পেন আমেরিকা এক বিবৃতিতে বলেছে,  ট্রাম্প প্রশাসন প্রতিরক্ষা বিভাগ পরিচালিত শিশুদের স্কুলগুলো থেকে ৫৯৬টি বই নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এতে রাষ্ট্রীয়ভাবে বই নিষিদ্ধকরণের ক্ষেত্রে তাদের সমর্থনের বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। যদিও এটি অত্যন্ত বিরক্তিকর একটি ঘটনা। কারণ সামরিক বাহিনীর স্কুলগুলোকে সরকারের হাতিয়ার হিসেবে দেখা হয়, ফলে সেখানে বাকস্বাধীনতা রক্ষা করা আরও কঠিন। 

নিষিদ্ধ তালিকাভুক্ত বইগুলোর মধ্যে রয়েছে শিশুদের জন্য টান্সজেন্ডারদের জীবনী নিয়ে লেখা বই। এছাড়া সমকামী এবং কৃষ্ণাঙ্গদের নিয়ে লেখা বইও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

এদিকে শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্বকে চ্যালেঞ্জ করে এমন বইও নিষিদ্ধের তালিকায় রয়েছে। এধরনের বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, পল অরটিজের 'অ্যান আফ্রিকান আমেরিকান হিস্ট্রি' এবং 'লাতিন হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস'।

এলজিবিটিকিউ থিমযুক্ত বইগুলোর মধ্যে জর্জ এম. জনসনের ‘অল বয়েজ আরেন্ট ব্লু’, মাইয়া কোবাবের ‘জেন্ডার কুইয়ার’, এলিয়ট পেজের ‘পেজবয়’ এবং জুনো ডসনের ‘দিস বুক ইজ গে’ নিষিদ্ধ করা হয়েছে। 

এছাড়া মায়া গঞ্জালেজের লেখা ‘হোয়েন অ্যা বুলি ইজ প্রেসিডেন্ট: ট্রুথ অ্যান্ড ক্রিয়েটিভিটি ফর অপ্রেসিভ টাইমস’ এবং এলিজাবেথ রাশের লেখা ‘ইউ কল দিস ডেমোক্রেসি?: হাউ টু ফিক্স আওয়ার গভর্নমেন্ট অ্যান্ড ডেলিভার পাওয়ার টু দ্য পিপল’ এর মতো রাজনৈতিক বিষয়বস্তু সম্বলিত বইগুলোও নিষিদ্ধ হয়েছে।

পেন আমেরিকার ফ্রিডম টু রিড প্রোগ্রামের পরিচালক ক্যাসি মিহান এক বিবৃতিতে বলেছেন, ‘মার্কিন সরকার আমেরিকান শিশুদের কী পড়তে দিতে চায় না তার একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে এই তালিকাটি। আমাদের সামরিক স্কুলের শিক্ষার্থীদের এমন বই পড়ার সুযোগ থাকা উচিত, যেখানে আমাদের দেশের ইতিহাসের পাশাপাশি বিভিন্ন দৃষ্টিভঙ্গি, মতামত, লিঙ্গ পরিচয় এবং জাতিগোষ্ঠীকে জানার সুযোগ তৈরি হয়।'  

সূত্র: কিরকাস        

Comments

    Please login to post comment. Login