Posts

প্রবন্ধ

সময়ের সাথে কথা

August 6, 2025

Nizamul Hasan https://www.facebook.com/Readoy15

81
View


সময় তুমি এত দ্রুত চলাফেরা কর কেন? সময় উত্তর দেয় আমাকে সৃষ্টি করা হয়েছে দ্রুত চলার জন্য। সময়কে পুনরায় জিজ্ঞাসা করা হয় তুমি খুশি হও কখন? সময় এবার বলে যখন আমাকে কেউ সৎ ব্যবহার করে। প্রশ্নঃ তোমার রাগ হয় কখন? মানুষ যখন আমাকে নষ্ট করে। প্রশ্নঃ তোমার মতে এই পৃথিবীটা কেমন? একটা ধোঁকা বা মরীচিকা যা মানুশকে লোভ ও পাপের দিকে নিয়ে যায়। প্রশ্নঃ পৃথিবীবাসির প্রতি তোমার উপদেশ কি? যদি মহান রবের নিকট সাফল্য ও মর্যাদাবান হতে চায় সে যেন আমার সঠিক ব্যবহার করে। প্রশ্নঃ তোমার ব্যপারে রব কি বলে? মহান রব আমার ব্যপারে কসম খেয়েছেন। যারা সৎ কাজ করে ও ইমানদার আরও বলেছেন মানুষ খুব ক্ষতির মাঝে আছে। কারণ আমার উপর নির্দেশ আমি কারো জন্য অপেক্ষা করি না। প্রশ্নঃ তুমি কাউকে অপছন্দ কর? যে অলস তাকে আমি অপছন্দ করি। প্রশ্নঃ তোমার দৃষ্টিতে সফল কারা? যারা পরিশ্রম করেছে,আমাকে গুরুত্ব দিয়েছে মহান রব তাদের সফল করেছেন।

100+ Time Pictures | Download Free Images & Stock Photos on Unsplash
আমাকে হারিয়েছে যে, আক্ষেপ করেছে সে 

Comments

    Please login to post comment. Login