Posts

গল্প

বিষে নীল দেহ (Premium)

August 6, 2025

Omol Sarkar

0
sold
বিষে নীল দেহ
অমল সরকার
সাইত্রিশ পর্ব

অফিসে আসে হচকিত ভয়ে ভীত হয়ে ঢোকে ভেতরে। উনাকে দেখেই দাপটের সাথে বলে
-- এতো দেরি হলো? বোঝাতে আলাউদ্দিন আলী স্ত্রী কে বললো
-- আর বলোনা। রাস্তায় বেরুলে জ্যাম আর জ্যাম দশ মিনিটের রাস্তা এক ঘন্টায়ও পৌঁছানো যায়না। চেয়ার টেনে বসে স্ত্রী বল
-- এই ছেলেকে ম্যানেজার পোস্টে নিয়োগ দিয়েছে কে তুমি। মুখে রাগ দেখালেও ঠোটের হাসি লুকাতে পারেনি। চমকে তোষামোদি সুরে আলাউদ্দিন আলী স্ত্রী বলে
-- কেন কোন দোষ?
-- শুধুই কি দোষ। চরম অন্যায় করেছে। নাইমা কোম্পানি হলো দেশের নামী দামী কোম্পানি। তার ম্যানেজার যদি হয় গোবেচারা তাহলে আমাদের ইজ্জৎ থাকে।
টেনচনে পড়ে যায় আলাউদ্দিন আলী। কি মহা বিপদ তার সাথে কোন খারাপ ব্যবহার করেছে নাকি আল্লাহ জানেন। তিনি শাওনকে জিজ্ঞেস করেন,
-- শাওন ম্যাডামের সাথে খারাপ ব্যবহার করেছো? ভয়ে শাওনের মুখে কথা সরেনা
-- আমি আ আ মি
-- এই তোকে তোতলাতে হবে না। শোন এই ছেলেকে ম্যানেজার করে তুমিও চরম অন্যাশ করেছো। আলাউদ্দিন আলী বলে
-- তুমি যে শাস্তি দেবে তাই হবে। বলো কি করতে হবে? অভাবে জর্জরিত শাওন ধরে নেয় চাকরিটা তার আর নাই। চাকরি চলে গেলে খুব কষ্ট হবে।

This is a premium post.

Comments

    Please login to post comment. Login

  • Omol Sarkar 3 months ago

    গল্পটি কোন দিকে মোড় নিচ্ছে