সাজ সজ্জায় আত্মবিশ্বাস
কাজী ফাল্গুনী ঈশিতা
আমার প্রতিটা শখের গয়নার পেছনে কোন না কোন গল্প থাকে। আমি সুন্দরী কি নই, সে তর্কে মোটেও যেতে চাইছি না, কারণ খোদা তা আলার প্রতিটি সৃষ্টি ই কোন না কোন সুন্দর বৈশিষ্ট্য ধারণ করে। আর নারীর বেলায় তার সৌন্দর্য কেবল তার ত্বকের বরণ বা দেহের গড়ন, এমনটি আমি মানতে রাজি নই মোটেও।
আর নারী পুরুষ উভয় ক্ষেত্রেই আকর্ষণীয় বাচন ভঙ্গী, আর আকর্ষণীয় মানবিক আচরণ, দুই ই আমাকে ভীষণ ভাবে টানে। আজ সে তর্কেও যেতে চাইছি না।
আজ আমি বলতে চাই সাজ সজ্জা নিয়ে। কোন সামাজিক অনুষ্ঠান বা কোন বিশেষ মানুষের জন্যই কি সাজতে হয়? শুধুমাত্র নিজের জন্যই কি নিজেকে একটু গুছিয়ে চলা যায় না? পরিবারের যে মানুষগুলোর সামনে দিয়ে প্রতিদিন ঘুরছেন, চান না তাদের চোখেও আপনাকে একটু গোছানো দেখাক?
প্রতিদিন হাজার কাজের ভিড়ে ক্লান্তি তো আসতেই পারে দেহে। মনে হতে পারে, দুর ছাই এখন সারাদিন পরে কে আবার চুল আঁচড়াতে বসে? বা ঘরেই তো আছি , কোঁচকানো গেঞ্জি পরেছি আর দু দিন না ধোয়া প্যান্ট পরেছি, তাতে কার কি যায় আসে?
যায় আসে রে আপু/ভাইয়া, হাজারো বার যায় আসে। ওই না ধোয়া পোশাক বা জট পাকানো চুলের প্রভাব আপনার মনে পড়ছে না বলতে চান? অবশ্যই পড়ছে।
আমি বলছি না অতি আত্ম প্রেমে নিজের ভেতরই ডুবে থাকুন কেবল, তবে নিজেকে ভালো না বাসতে পারলে যে অন্যদের কেও আপনি ভালো রাখতে পারবেন না।
যে নারী মাত্রই মা হয়েছেন, নতুন শিশুর আগমনে আনন্দের পাশাপাশি সে বেচারি হয়তো ঠিক মত নিজের যত্ন নিতে পারছেন না। কিছুক্ষণের জন্য পরিবারের অন্যরা (একদম যদি কেউ নাই থাকে, বাবা তো আছেন, তাইনা?) যদি শিশুটির দায়িত্ব নেন, মা হয়তো নিজের একটু যত্ন নিয়ে নতুন ভাবে উজ্জীবিত হয়ে আসতে পারেন।
বা হয়তো বাড়ীর পুরুষটি সারা দিন কাজ করে ক্লান্ত। আধোয়া কাপড় আর ঘর্মাক্ত শরীরে বিছানায় লম্বা হবার আগে ভাবুন! কি করছেন কি? উঠুন রে ভাই! গোসলে যান! পরিষ্কার কাপড় পরুন, কিছুটা উদর পূর্তি করুন, তবে শুতে যান, অনেক ভালো লাগবে।
এই আমি যেমন, হালকা গয়না পরতে ভীষণ ভালোবাসি সেই ছোট্ট বেলা থেকে। ভীষণ ভালো লাগে কাঁচের চুড়ি। এসব দিয়ে ঘরের ভেতরেই নিজেকে গোছাই, শুধু মাত্র বাইরে গেলেই কেবল আমি সাজতে বাধ্য নই। একটু গুছিয়ে থাকা আমার মনের খোরাক, তাই গোছাই।
অনেকের আবার মেকআপ বেশ প্রিয়, তাদের মেকআপে বেশ সুন্দর দেখায়। আমি আবার অতি মেকআপকে তেমন ভালোবাসি না, কেবল একটুখানি কাজল (কখনো অল্পএকটু রং চোখের উপরের পাতায়) আর একটু লিপস্টিক, তাও মাঝে মধ্যে। তবে অনেকের মনের খোরাক একটু ভারী মেকআপ, যা তাদের বেশ মানিয়ে যায়।
শুধু অনুষ্ঠানে বাধ্য হয়ে যদি সাজতে হয়, দরকার নেই অমন সাজের। সাজুন, পরিষ্কার থাকুন, নিজেকে ভালো রাখতে। ভালো থাকুন, নিজের আশপাশকে ভালো রাখুন।
22nd June 2020