ছোট গল্প
চায়ের কাপ
অমন সরকার
একটি বেঞ্চিতে বাইড়ে বসে এক খদ্দের দোকানীকে বললো
---- এই এক কাপ চা দে।
চা অলা জানতে চাইলো
--- দুধ চা, না রঙ চা?
--- রঙ চা।
--- চিনি দিয়ে না চিনি ছাড়া?
--- চিনি দিয়ে, আমার কি ডায়াবেটিস হয়েছে তোর মনে হয়?
--- হালকা না কড়া লিকার?
---- কড়া লিকার।
চিনি কম দেবো না বেশি দেবো
--- বেশি দে।
--- গলা কাপ দেবো না ভর্তি কাপ দেবো।
লোকটি উঠে দাঁড়ালো। এদিক ওদিক তাকালো। চা অলা কাপ ধুয়ে লোকটির কথার জন্য অপেক্ষা করছিলো। হঠাৎ লোকটি বললো
--- থাক চা খাবো না।
চা দোকানদার অবাক বিস্ময়ে তাকিয়ে রইলো। লোকটি আস্তে আস্তে হেটে চলে গেল।