রাব্বি একজন মোটামুটি সচ্ছল পরিবারের মানুষ। তার একমাত্র ছোট বোন সায়েরা ছিল পরিবারের আদরের ধন। সায়েরা দেখতে যেমন সুন্দরী, তেমনি পড়াশোনায় ভালো, আত্মবিশ্বাসী ও উদার মনের মানুষ। রাব্বি ছোটবেলা থেকেই সায়েরাকে খুব যত্নে বড় করেছেন, তার সুখের জন্য সব সময় চিন্তিত থেকেছেন।
একদিন রাব্বি সিদ্ধান্ত নিলেন, সায়েরার বিয়ে এমন একটি ঘরে দেবেন, যারা তাদের চেয়েও ধনী। তার বিশ্বাস ছিল টাকা থাকলেই জীবন সুন্দর হয়, সুখের নিশ্চয়তা থাকে। তাই তিনি খুঁজতে লাগলেন এমন একটি পরিবার, যারা ধন-সম্পদে অনেক এগিয়ে।