রাত বাজে ৩ টা। ঘুমন্ত অবস্থায় মনে হলো কেউ আমার কপালের মাঝখানে খুব ভারি কিছু দিয়ে চেপে ধরেছে। কপালের মাঝখানের সেই জায়গাটা অবস হয়ে আসছে। আর অনেক ঠান্ডা লাগছে। আমি চোখ খুলে দেখার চেস্টা করছি কিন্তু কোনো মতেই চোখ খুলতে পারছি না। এমনকি মুখ দিয়েও কোনো শব্দ করতে পারছি না। পরক্ষণেই অনুভব করলাম আমার হাত পা প্যারালাইসিস রোগীদের মতো অবস হয়ে আছে। এরপরই বুঝতে পারলাম আমার সামনে কিছু একটা দাড়িয়ে আছে। অনুভব করতে পারছি তার আকৃতি বিশাল আর ভয়ংকর। আমার দম বন্ধ হয়ে আসছিল। এরপর হঠাৎ আমার মনে হলো আমি মারা যাচ্ছি নাতো? এটা কি তবে আমার মৃত্যুর পয়গাম্বর? এরপর নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মনে হলো । কিছু মুহুর্তেই জীবনের সকল পাপ চোখের সামনে ভেসে উঠলো। আমি জানি, কেউ যখন বুঝতে পারে তার সামনে মৃত্যু দাড়িয়ে আছে, তখন তার তওবা কবুল হয়না। আমার আরো ভয় হতে শুরু করলো। এখন আমি কি করব? কবরের আজাবের কথা মনে হয়ে শরীরের লোম খারা হয়ে গেল।আমার খুব পানি পিপাসা লাগছে। কিন্তু পানি খেতে পারছি না। মৃত্যু আমাকে আজ এত অসহায় করে দিল? আমার কি জান কবচ শুরু হয়ে গেছে?
হঠাৎ জোরে জোরে শ্বাস নিয়ে চোখ খুলে তাকালাম। আমার পুরো শরীর ঘামে ভিজে গেছে। তার মানে এটা আমার স্বপ্ন ছিল? আর এখন আমি আমার ঘরে, আমার বিছানাতেই আছি? আমি তাহলে মারা যাইনি?
আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আমি এখনো বেঁচে আছি। আল্লহ হয়তো আমায় নতুন করে পাপমোচন করার সুযোগ দিয়েছে।