বই পড়া
প্রশান্ত কুমার বর্মন
বইয়ের মাঝে স্বপ্ন থাকে
সত্য কথা বলে,
জ্ঞানের আধার দেয় খুলে বই
আলোয় ভুবন জ্বলে।
অজ্ঞানতা দূর করে বই
জ্ঞানীর পথে আনে,
সৎ চিন্তায় বিকশিত করে
সহস্র নিয়মের ঘ্রাণে
বই সকলের শ্রেষ্ঠ মিত্র
দুঃখ সুখের সাথি,
পড়বো বই,গড়বো দেশ
আলোকিত হবে জাতি।