কতটা পথ তোমার সাথে হেঁটেছি
তার হিসাব আমি কখনো করিনি,
ফেরার পথে গোধূলি লগ্নে শুধু বলেছি
আবার দেখা হবে।
বিনিদ্রা রজনী পার করেছি
আগামীকাল তোমার সাথে দেখা হবে বলে।
এভাবে শত, সহস্র দিন পার করা যায়,
কিন্তু এভাবে জীবন চলে না।
জীবনের চাওয়া-পাওয়া হিসাব -নিকাশ
হয়তো একদিন মিটে যাবে,
কিন্তু কোন একদিন যদি তোমার সাথে
আর দেখা না হয়,
সে আক্ষেপ সারা জীবন রয়ে যাবে।
উত্তর ফাল্গুনের আশায় জমে আছে
কত অতৃপ্ত বাসনা,
শ্রাবণের ধারার মতো ঝরে যাক
যত দুঃখ কষ্ট বেদনা।
অন্তহীন পথযাত্রা
হয়তো একদিন থেমে যাবে,
অতৃপ্ত আকাশ ছোয়া আশা
নিরবে হয়তো তোমাকেই খুঁজবে।