রাতের ডিনার টেবিলে বসে খাচ্ছিো আলাউদ্দিন আলী স্ত্রী আলেয়া বড় মেয়ে নাইমা ছোট মেয়ে সাইমা। আলেয়া চামচ দিয়ে বাঁ হাতে তুলে নাইমাকে মাংস দিতে চাইলো নাইমা বললো
-- আমি নিবো ম্যাম। আলাউদ্দিন আলী কে দিতে চাইলো তিনিও
-- আমিও নেবো না।( তিনি মাংসের হাড় চিবোতে চিবোতে বললো) আচ্ছা আলেয়া তুমি গত কাল অফিসে গিয়ে ওই নাটকটা করলে কেন? আলেয়া হেসেই খুন। বললো
-- জানিস নাইমা, তোর আব্বু অফিসে নতুন ম্যানেজার নিয়োগ দিয়েছে। (দম নিল। আবার হেসে,) জানিস ওই ছেলেকে এমন ভয় দেখিয়েছিলাম না, ও তো কথাই বলতে পারছিলো না। আলাউদ্দিন আলী
-- তুমি হাসছো?
-- হাসবো নাতো কি করবো ভয় তো তুমিও পেয়েঋিলে। পাওনি?
-- তবে শাওনের মতো ছেলে বর্তমান যুগে পাওয়া যায় না। ও আমার কি উপকার করেছে জানো? ব্যাগ ভর্তি টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলাম। হাইজ্যাকাররা আমাকে হামলা করে। ওই ছেলেই আমাকে বাঁচায়।
-- তার জন্য কি তুমি ওকে চাকরি দিলে?
-- না। ও আমাদের অফিসেই তখন ইন্টারভিউ দিতে আসছিলো। যে কোন লোভ না করে সততা দেখিয়ে আমার এতো বড় উপকার করলো? সে আমার অফিসে চাকরি প্রার্থী। বোঝ তাহলে তার কি চাকরি দিতে হয়। চলবে