Posts

চিন্তা

সাংবাদিকদের এত দুর্দশা‌ কেন?

August 8, 2025

ফারদিন ফেরদৌস

228
View

কেমন একটা চক্কর চলছে চারিদিকে। সাংবাদিক মরেছে এটা ঘটনা না, ঘটনা হলো -এটা নিয়ে চতুর্মুখী রাজনীতি। কে কাকে কতভাবে ঠেস দিতে পারছে -এর যেন প্রতিযোগিতা চলছে।

কেন এমনটা হলো? আগের দিনে সাংবাদিকরা কোনো হাই অফিশিয়ালের সাক্ষাৎপ্রার্থী হলে দেখতাম যত্ন করে নিয়ে বসিয়ে সুন্দর করে কথা বলতেন সবাই। আর এখন? অনেকক্ষেত্রে রীতিমতো দরজা পেরোনো মানা। কারণ ফোর্থ স্টেটকে দমিত রাখতে থার্ড স্টেটওয়ালারা পাক্কা লাইসেন্স নিয়ে নিয়েছে। থার্ড স্টেটরা সকল নৈতিকতার মাথা খেয়ে নিশি বা ডামিভোটের মতো নানা কারিশমায় পলিটিশানদের ক্ষমতায় বসায়ে দিতে পারে। ফোর্থ স্টেটের সেই মুরোদ নাই।

সাংবাদিকরা তাদের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে। সাংবাদিকরা যেদিন থেকে নিজের আপনসত্তা জলাঞ্জলি দিয়ে ক্ষমতাসীনদের পদলেহন করতে দলবাজিতে নেমেছে সেদিন থেকেই পুরোদস্তুর ইজ্জত হারিয়েছে।

সাংবাদিক ঘটনায় ইনভলব থাকে না, ঘটনা তুলে ধরে মাত্র। এমনকি প্রেজেন্টেশনে নিজের মত দেয়ার রাইটসও সাংবাদিকের থাকে না। এটাই ক্ষমতাকে জবাবদিহি করবার তরিকা। আর এখনকার জামানায় সাংবাদিকরা সবখানে সমান অংশগ্রহণ চায়। ফলাফল চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন।

শ্রাবণের মেঘমেদুর দিনে আজ আকাশটা খুবই বিষন্ন ছিল। রাজ্যের মন খারাপেরা আচ্ছন্ন করে নিয়েছিল আমাদের বেদনার্ত হৃদয়। এইভাবে বেঘোরে নিজেদেরকে হারিয়ে ফেলবার কোনো মানে থাকতে নেই। আমরা যদি না সবল হই, রাষ্ট্রকে কেউ বাঁচাতে পারবে না।

হে সাংবাদিক সমাজ! নিজের বুদ্ধিবৃত্তিক ঝাপি খুলুন। আসুন যথোচিত খবর খুড়ে চিরায়ত দুঃশাসনের কবর খুড়ি। জাগতিক দুর্দশারে বিদায় বলি।

লেখক: সাংবাদিক 
৮ আগস্ট ২০২৫

Comments

    Please login to post comment. Login