অতীত এমন এক জিনিস,যা সহজে ভুলা যায় না।যেমন আমি আজ বসেছি আমার অতীত স্মতিচারণে। জানালার বাইরে পতনরত বৃষ্টিকণার দিকে চেয়ে মনে পড়ে যায় এক বিচ্ছেদের দিনের কথা।আমার মনের গহিনে ঠাই দেওয়া এক মায়াবী মানবের কথা।আজ তাকে আমি হারিয়ে ফেলেছি হইত নিজের অবহেলায় বা ওর জেদের জন্য।অবহেলা থেকে মনে পড়ল আমি আরও একজনকে অবহেলা করেছি,হয়তো সেও আমাকে ভুলে গেছে।নাকি মনে রেখেছে।আস আমার পরিচয় দেওয়া যাক।আমার নাম আইরিন রহমান।এইবার HSC পরিক্ষা দিলাম।এমন সময় আমার ফোনটা সশব্দে বেজে উঠল।চেয়ে দেখি আমার বেস্ট ফ্রেন্ড রিদির ফোন।আমি ফোন রিসিভ করলাম।
রিদি বলল "কিরে কোথায় থাকিস?তোর তো খবরই নাই।"
রিদির কথাই আইরিন বলল " কোথায় আর থাকব বাসাই।"
রিদি:"চল বাইরে থেকে ঘুরে আসি। "
আইরিন বলল "আচ্ছা", "কোথায় যাবি?"
রিদি:"পরে দেখা যাবে আগে বের হো"
আইরিন ব্যাগ নিয়ে বেরিয়ে গেল।
রাস্তায় রিদির সাথে আইরিনের আরও বান্ধবীর দেখা হলো।রিমা আর রিয়া। এরা চার জন খুব ভালো বান্ধবী। চার জন মিলে একটা রেস্টুরেন্টে গেল।আইরিন এর চোখ সামনে টিভিতে পরতেই বড় বড় হয়ে গেল।সেখানে নিউজ চলছে
"USA mafiya gangstar is coming Bangladesh"
আইরিন বিড়বিড় করে বলল তাহলে কি সে আসছে ১০ বছর পর।
চলবে
# অব্যক্ত ভালোবাসার অনুভুতি
(এটা আমার প্রথম লেখা।আশা করি সবার ভালো লাগবে।)