শিক্ষক
বন্ধু
আজ বুঝি শিক্ষক মানে আলো,
অন্ধকারে পথ দেখানো ভালো,
আজ বুঝি সে ছিল পথপ্রদর্শক,
আমার ভুলে ছিলেন নীরব রক্ষক।
শিক্ষকের হৃদয় সাগরের মতো,
রাগে নয়, ভালোবাসায় ভরতো,
তাই আজ শ্রদ্ধায় নত করি মাথা,
শিক্ষক তুমি জীবনের প্রভাত।
শিক্ষক
বন্ধু
আজ বুঝি শিক্ষক মানে আলো,
অন্ধকারে পথ দেখানো ভালো,
আজ বুঝি সে ছিল পথপ্রদর্শক,
আমার ভুলে ছিলেন নীরব রক্ষক।
শিক্ষকের হৃদয় সাগরের মতো,
রাগে নয়, ভালোবাসায় ভরতো,
তাই আজ শ্রদ্ধায় নত করি মাথা,
শিক্ষক তুমি জীবনের প্রভাত।