"বেদনার নীল রং"
বৃষ্টিভেজা রাতের নীরবতায়,
আমার ছায়া হারায় দিশা,
অন্ধকারে জমে থাকা জল,
যেন অশ্রুর ভাষা।
ভাঙা কাগজে লিখি নাম,
মুখোসের নিচে লুকিয়ে গ্লানি-
সময়ের হাতে কাটা ঘায়ে,
রক্ত শুকায় না বানি।
তোমার স্মৃতি আসে বার বার,
মনে হয় এই বাড়িটা ফাঁকা।
দরজায় কে যেন খোঁজে আমায়,
শুধু শুনি হাওয়ার হাঁকা।
চাঁদ আজও ওই জানালায়,
কিন্তু আলোয় মেশে ধোঁয়া,
একা আমি, একা আমার ব্যথা,
বেদনা শুধু নীল রঙে রঙা।
This is a premium post.