Posts

কবিতা

অর্ধাঙ্গিনী।

August 9, 2025

Abdur Nur (R KING)

Original Author নক্ষত্র কবি

Translated by হুদাই।

194
View

যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম
জোনাকি থেকে জোৎসনা,
যার প্রেম পাওয়ার জন্য
পৃথিবীর প্রেমে পড়া হলো না।

জগতপুর নাম দিল তার প্রেমিকা,
তাকে দেখার পর চাঁদ, ফুল কিংবা প্রজাপতি—
কেউ সুন্দর মনে হয়নি।
তাকে ভালোবাসি বলে
অন্য কাউকে ভালোবাসিনি,
তবু সে হলো না আমার অর্ধাঙ্গিনী।

আহ, কি ছিল তার মহিমা!
জগত কুল নাম দিয়েছিল তার প্রেমিকা,
সে তো হারায়নি,
বরং আমি হারিয়েছি আমায়।

সে বলেছিল ভালোবেসে পাল্টে দেবো তোমায়
বিচ্ছেদের এই জামানায়।
আহ্ হা হা—
এর বিপরীতে আমার মুখে
সিগারেট আর কবিতাই মানায়।

Comments

    Please login to post comment. Login