মা বাবার মুখে শাওন নামটা শুনলাম। কিন্তু এ কোন শাওন? আমাদের কোম্পানির ম্যানেজার। যার প্রতি মা বাবা দুই জনই এতো খুশি। তাদের কাছে জিজ্ঞেস করতে পারছে না ধরা খাওয়ার ভয়ে। মনে পড়ে সেদিন অফিস থেকে টাকা আনতে গেলে শ্লিপে শাওন নামের সই দেখছিলাম, তাহলে সে কি আমার শাওন? এখনই অফিসে যাবো। ড্রাইভার বলে
-- এই গাড়ি অফিসে চলো।
-- নাইমা কোম্পানিতে?
-- আরে হ্যাঁ।
গাড়ি চলছে দ্রুত গতিতে। অল্প সময়ে অফিসে পৌছে যায়। গাড়ি থেকে নেমে অফিসে ঢুকে সরাসরি ন্যানেজার রুমে প্রবেশ করে দেখে কেউ নাই। নাইমার মন খারাপ হয়ে যায়। পিয়ন কে জিজ্ঞেস করে
-- এই ম্যানেজার কোথায়? পিয়ন বললো
-- স্যার তো চিটাগাং প্রজেক্ট অফিসে ভিজিটিং এ গেছে। কি বলবে বুঝে উঠতে পারে না। মনে হচ্ছে নিজের জীবনটা নিজেই শেষ করে দেয়। পিয়নকে বলে
-- এই তোর স্যারের ফোন নাম্বার দে?
-- স্যারের ফোন নাই।
-- কি! একটা বিশাল কোম্পানির ম্যানেজারের ফোন নাই?
-- না, নাই।
-- তোর স্যার আসলে বলবি সে যেন শোরুমে গিয়ে কোম্পানির নামে দামী ফোন কিনে নেয়।
-- জ্বী, ম্যাডাম। ঠক ঠক করে বেড়িয়ে যায়। চলবে