নাইমা অফিস পিয়ন কে জিজ্ঞেস করে
-- এই তোর স্যারের নাম কি?
-- কি বলেন ম্যাডাম? আপনি কোম্পানির মালকিন আর আপনি ম্যানেজারের নাম জানেন না। ভাবে ওকে কিছু মন্দ কথা বলা যাবে না। বসের কানে আমার ব্যবহার চলে যাবে। এমনিতেই সে রাতে মদ্যপ অবস্থায় আমাকে ধরে বাড়ি পৌঁছে দিয়ে এসেছে। ওর ভেতরে অহংকার আছে। কিন্তু অন্যায় মেনে নিতে পারেনা। ও সব সময় আমাকে ছোট করে ফেলে যা আমি সহ্য করতে পারিনা। কিন্তু ওর এই গৌরবই আমার কাছে খুব ভালো লাগে।
পিয়ন কে বলে
-- এই? তোর বসের নামটা বললি না?
-- স্যারের নাম শাওন।
-- বাড়ি কোথায়?
-- নতুন যোগ যোগ দিয়েছে তো তাই বাড়ি কোথায়, শুনিনি ম্যাডাম।
--অফিসে ওনার কোন ছবি আছে?
-- বলতে পারবো না ম্যাডাম। আলাউদ্দিন আলী স্যারের ড্রয়ারে থাকতে পারে। ঠক টক করে পাশের কক্ষে গিয়ে এ কক্ষের পিয়নকে বলে
--এই ড্রয়ারে চাবি কার কাছে?
-- কেন ম্যাডাম?
তোর উত্তর আমি দেব না, আমার উত্তর তুই দিবি? ড্রয়ারের চাবি কার কাছে বললি না?
--এক মিনিট ভেতরে দেখে আসি চাবি আছে কিনা। পিয়ন টেবিলের এখানে ওখানে খুঁজে পেয়ে যায় চাবি।