Posts

নিউজ

আসছে অ্যাপলের ৫০ বছরের ইতিহাস নিয়ে বই

August 10, 2025

নিউজ ফ্যাক্টরি

208
View

আগামী বছর মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের ৫০ বছর পূর্তি হবে। এই উপলক্ষে একটি বই প্রকাশিত হতে যাচ্ছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে প্রকাশনী সংস্থা সাইমন এন্ড শুস্টার। 

'অ্যাপল: দ্য ফার্স্ট ফিফটি ইয়ারস' নামের বইটি লিখছেন মার্কিন প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক লেখক ডেভিড পোগ। এই বইতে অ্যাপলের পাঁচ দশকের ইতিহাস তুলে ধরা হবে।   

সাইমন এন্ড শুস্টার এক বিবৃতিতে বলেছে, প্রকৌশল প্রতিভা এবং সৃজনশীল বিদ্রোহের গল্পে ভরপুর এই বইটি অ্যাপলের অনন্য এবং উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির একটি সত্যিকারের প্রমাণ। যাদের জীবন অ্যাপল স্পর্শ করেছে, তাদের অবশ্যই এটি পড়া উচিত।  

আইকনিক প্রযুক্তি কোম্পানি অ্যাপল আগামী বছর ৫০তম জন্মবার্ষিকী উদযাপন করবে। এটি প্রতিষ্ঠা করেছেন স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন। মূলত ওজনিয়াকের ডিজাইন করা অ্যাপল আই কম্পিউটার বিক্রি করার জন্য কোম্পানিটি তৈরি করা হয়। এরপর থেকে এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৭ মার্চ, অ্যাপল: দ্য ফার্স্ট ফিফটি ইয়ারস প্রকাশিত হবে বলে জানা গেছে।   

Comments

    Please login to post comment. Login